বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ে কমপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে।
বরিশালের মেহেন্দিগঞ্জে কালবৈশাখী ঝড়ে ঘরচাপা পড়ে রুস্তম আলী হাওলাদার (৭৫) এবং তার পুত্রবধূ জয়নব বিবি (৩৫) মারা গেছেন।
চট্টগ্রামের ফটিকছড়িতে গাছের ডাল ভেঙ্গে রিনা আক্তার (৪০) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে।
এছাড়া সীতাকুণ্ডে কালবৈশাখীর কবলে পড়ে একটি স্পিডবোটডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
লক্ষ্মীপুরের রায়পুরে হঠাৎ ঝোড়ো হাওয়ায় গাছের নিচে চাপা পড়ে রুহুল আমিন (৬২) নামের এক বৃদ্ধের মারা গেছেন।
কুমিল্লার মুরাদনগরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছের নিচে একটি সিএনজি চালিত অটোরিকশা চাপা পড়ে শিশু মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও ৫ জন।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় কৃষাণী ফিরোজা বেগম (৫৫) জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে। নিহত ফিরোজা ৩ সন্তানের জননী।