বঙ্গনিউজবিডি ডেস্ক: মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে সালাম বিনিময়ের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের ভেরিফায়েড পেজে পোস্ট করা ভিডিও বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।
বৃহস্পতিবার এই শুভেচ্ছা জানান তিনি। ট্রুডো বলেন, ‘আমাদের পরিবারের পক্ষ থেকে সোফি ও আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ রাতে পবিত্র রমজান মাসের সমাপ্তি ঘটেছে। কানাডাসহ সারা বিশ্বের মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করবে। এক মাস রোজা পালন ও ধর্মীয় বিধিবিধান পালনের পর ঈদুল ফিতর হলো বিশ্বাস ও আত্মিকতার মুহূর্ত। এটি ইসলামের অন্যতম উৎসবের দিন।’
ট্রুডো বলেন, ‘এদিন পরিবার ও বন্ধুদের সঙ্গে একত্রিত হওয়ার এবং একসঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ নিয়ে আসে। টরন্টোসহ সারা দেশে ঈদ উদযাপিত হবে। আমাদের পরিবারের পক্ষ থেকে সোফি ও আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।’