1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেখ হাসিনাকে আনতে উঁকিঝুঁকি যারাই মারবেন তারাই বিপদে পড়বেন: রফিকুল ইসলাম দেশ এখন নতুন চ্যালেঞ্জের মুখে: শামা ওবায়েদ রাজনীতিতে ফিরতে পারবে না গুমের সঙ্গে জড়িত কেউ: প্রেস সচিব কপ২৯ এ অনুদানভিত্তিক অর্থ বরাদ্দের আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ইসলামী বইমেলায় ফাউন্টেন পাবলিকেশন্সের নতুন বই মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুললো বসুন্ধরা কিংস টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠালেন মিরাজ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি আহ্বায়ক- তৌহিদুল ইসলাম (মিনার মাষ্টার) আর নেই সরকার ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে: হাসান আরিফ ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: উপদেষ্টা আদিলুর

সাড়ে ৫ ঘণ্টা পর খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১০৫ বার দেখা হয়েছে

সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারের আগুন ।রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় তার বেয়ে নামতে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫ জন।

ভবনটিতে ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানের দুটি অফিস ছিল বলে জানা গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানাবে ফায়ার সার্ভিস।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টায় খাজা টাওয়ারের ১৩ তলায় আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো ফ্লোরে। আতঙ্কিত অনেকেই ছুটে যান ছাদে। এরপর তারা বেঁচে ফেরার আকুতি জানান। খবর পেয়ে উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার মাইন উদ্দিন বলেন, রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনে আটকে পড়া ৬ জন পুরুষ ও ২ জন নারীকে ক্রেনের মাধ্যমে উদ্ধার করে নিচে নামিয়ে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, ভবনটির ১৩ তলা ও ১৪ তলায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের দুটি অফিস ছিল। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাবে ফায়ার সার্ভিস।

আগুন লাগার পর ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, সুষ্ঠু তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় মোবাইলসেবা বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে মোবাইল ফোন অপারেটররা। অগ্নিকাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেসরকারি অপারেটর রবি ও গ্রামীণফোন।

এক বিজ্ঞপ্তিতে রবি বলছে, খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় কারিগরি কারণে কিছু গ্রাহকের রবি থেকে অন্য অপারেটরে অথবা অন্য অপারেটর হতে রবিতে ভয়েস কল করার ক্ষেত্রে সাময়িক অসুবিধা হতে পারে। কারিগরি বিভাগ দ্রুততম সময়ে সমস্যাটি সমাধানে কাজ করে যাচ্ছে।

অন্যদিকে, গ্রামীণফোন এক বিজ্ঞপ্তিতে বলছে, মহাখালীর আমতলীতে অগ্নিকাণ্ডের কারণে কারিগরি বিপর্যয়ে কিছু গ্রাহকের গ্রামীণফোন থেকে অন্য অপারেটরে ভয়েস কলজনিত সাময়িক অসুবিধা হতে পারে। আমাদের টিম দ্রুততার সঙ্গে সমস্যাটি সমাধানে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com