মঙ্গলবার (২৫ মে) রাতে সিরিজ জয়ের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তায় বলা হয়, এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, শেষ মুহূর্তে বৃষ্টি বাগড়া দিলেও ডিএল মেথডে বাংলাদেশ দল জয় পেয়েছে ১০৩ রানে। এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা। এতদিন পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে সাতটি ওয়ানডে জিতলেও, কখনো সিরিজ জিততে পারেনি বাংলাদেশ।
প্রথম ম্যাচে ২৫৭ রান করেছিল বাংলাদেশ। বিপরীতে মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমানদের বোলিংয়ে এসেছিল ৩৩ রানের জয়। আজ (মঙ্গলবার) দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহীমের সেঞ্চুরিতে ভর করে স্কোরবোর্ডে দাঁড়ায় ২৪৬ রানের সংগ্রহ। টাইগারদের বোলিং তোপে পরিবর্তিত লক্ষ্য নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেটে ১৪১ রানে থেমে যায় লঙ্কানরা। বাংলাদেশ পেয়েছে ১০৩ রানের বিশাল জয়।