মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের শ্রমিক দলের নেতাকে ফোনে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৮টার দিকে সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মীর মো. আরমান হোসেন (৪৮) তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মৃত মোতাহের হোসেনের ছেলে। সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাতটার দিকে বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন আরমান হোসেন।
এ সময় তার মোবাইল ফোনে একটি কল আসে। মুঠো ফোনে কথা বলতে বলতে তিনি চায়ের দোকান থেকে বের হয়ে কিছুদূর যাওয়ার পরেই বাঁচাও বাঁচাও চিৎকার করতে থাকে। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর বলেন, কে বা কারা কৌশলে ডেকে নিয়ে শ্রমিক দলের সাবেক সভাপতি আরমানকে হত্যা করেছে। এই খুনের ঘটনায় যারা জড়িত তাদেরকে বের করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনকে জোর দাবি করছি।
সীতাকুন্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান বলেন, এই ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাকে কারা হত্যা করেছে তা শনাক্তের চেষ্টা চলছে।