জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা পল্লীমাতা বেগম রওশন এরশাদ অব্যাহত ভয়াবহ যুদ্ধ বিধ্বস্ত সুদানে আটকে পড়া বাংলাদেশীদের দ্রুত দেশে ফিরিয়ে আনার আহবান জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, গত ১৫ এপ্রিল থেকে সুদানে যুদ্ধ শুরু হওয়ার পর সেখানে তিন হাজারের মত বাংলাদেশী আটকা পড়েছে। তারা মৃত্যুর ভয়ে আতঙ্কে আছে। তাদের হাতে টাকা নেই ঘরে খাবার নেই সুদানের প্রবাসীরা অমানবিকভাবে জীবন যাপন করছে। বিশেষ করে যারা সুদানের রাজধানী খার্তুমে বসবাস করে তারা জীবন মৃত্যুর সম্মুখীন।
বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, অবিলম্বে তাদের সেখান থেকে নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা, খাবার পরিবেশন করা এবং নিরাপত্তার সাথে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্রমন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে জরুরী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।