বঙ্গনিউজবিডি ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচে মুখােমুখি যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আফ্রিকা। বুধবার অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্র অধিনায়ক অ্যারন জোন্স। বিশ্বকাপের সুপার এইটে এটি যুক্তরাষ্ট্রের প্রথম কোন ম্যাচ। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যুক্তরাষ্ট্রের প্রথম কোন আন্তর্জাতিক ম্যাচ এটি।
গ্রপপর্বের ম্যাচে কানাডাকে ৭ উইকেটে, পাকিস্তানকে সুপার ওভারে ৫ রানে হারায় যুক্তরাষ্ট্র। অবশ্য তৃতীয় ম্যাচে ভারতের কাছে হারে তারা। চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে দ্বিতীয় রাউন্ডের টিকিট কাটে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে গ্রুপর্বের চার ম্যাচের চারটিতেই জয় পায় দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত অপরাজিত থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আবারো অঘটনের জন্ম দিতে পারবে কি যুক্তরাষ্ট্র?
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রিজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্টজে, তাবরাইজ শামসি
যুক্তরাষ্ট্র একাদশ: শায়ান জাহাঙ্গীর, স্টিভেন টেইলর, অ্যান্ড্রিস গাউস, অ্যারন জোন্স (অধিনায়ক), নীতীশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, জাসদীপ সিং, নস্টুশ কেনজিগে, আলী খান, সৌরভ নেত্রাভালকার।