বঙ্গনিউজবিডি ডেস্ক: নেপালের বিপক্ষে মাত্র ১০৬ রান করেও ২১ রানে জিতেছে বাংলাদেশ। এই প্রথম বিশ্বকাপের এক আসরে ৩ ম্যাচ জয়ে পেয়েছে টাইগাররা। এর আগে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়ে ছিল নাজমুল হোসেন শান্তর দল।
তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে জিততে হেরে যায় চন্ডিকা হাথুরেসিংহের শিষ্যা। তা না হলে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে সেরা আটে জায়গা জায়গা পেতে বাংলাদেশ। গ্রুপ-ডি থেকে টাইগারদের সঙ্গে সুপার এইট নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার।
গ্রুপপর্বের চার ম্যাচের সবগুলোতে জিতেছে প্রোটিয়ারা। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ছাড়াও সুপার এইটে জায়গা পেয়েছে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড, দুই আয়োজক যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ।
সুপার এইটের আট দলকে ভাগ করা হয়েছে দুই গ্রুপে। এক নম্বর গ্রুপে রয়েছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। আর দুই নম্বর গ্রুপে আছে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।
সুপার এইটে বাংলাদেশের ম্যাচের সূচি
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া
২১ জুন, সকাল ৬:৩০
নর্থ সাউন্ড, অ্যান্টিগা
বাংলাদেশ বনাম ভারত
২২ জুন, রাত ৮:৩০
নর্থ সাউন্ড, অ্যান্টিগা
বাংলাদেশ বনাম আফগানিস্তান
২৫ জুন, সকাল ৬:৩০
কিংসটাউন, সেন্ট ভিনসেন্ট