বঙ্গনিউজবিডি ডেস্ক : স্বল্প সময়ের মধ্যে চলতি বছরের হজ ব্যবস্থাপনার কার্যক্রম সম্পন্ন করতে এখন থেকে সাতদিনই খোলা থাকবে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কার্যালয়।
শনিবার (৭ মে) এ তথ্য জানান হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।
তিনি বলেন, শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত ও শুক্রবার বিকেল তিনটা থেকে রাত ১১টা পর্যন্ত হাব কার্যালয় খোলা থাকবে। সুষ্ঠু হজ ব্যবস্থাপনাসহ সব প্রকার সহযোগিতা দেওয়ার জন্য সার্বক্ষণিক নিয়োজিত থাকবে হাব।
হজ সম্পর্কিত যে কোনো প্রয়োজনে হাব কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন তিনি।