দেশের গৃহঋণ প্রদানকারী সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি ২০২২-২৩ অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক অন্যতম শীর্ষ করদাতা হিসেবে পুরস্কার অর্জন করেছে। ‘অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান‘ খাতে প্রতিষ্ঠানটি এই স্বীকৃতি অর্জন করেছে।
সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান আবু হেনা হেনা মো. রহমাতুল মুনিম এর কাছ থেকে ট্যাক্স কার্ড ও ক্রেস্ট গ্রহণ করেন ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসিমুল বাতেন। এই সময় আরও উপস্থিত ছিলেন ডিবিএইচ এর প্রধান অর্থ কর্মকর্তা মো. আব্দুল আহাদ।