মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার : উৎসব মুখর পরিবেশে নোয়াখালীর সোনাইমুড়ী সাব – রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মাকসুদ আলম সাধারণ সম্পাদক পদে সোহরাব হোসেন নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৫শে ফেব্রুয়ারি) সকাল ৯টা হইতে দুপুর ২টা পর্যন্ত
সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির নির্বাচনে ৯ টি পদের জন্য ২৩ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৭২ জন ভোটারের মধ্যে ৭০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
সোনাইমুড়ী দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি সাংবাদিক মাকসুদ আলম,
সহ- সভাপতি ভূঁইয়া, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আলম, কোষাধক্ষ্য শাহজাহান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাসুদ করিম, সাধারণ সদস্য আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, মোঃ মাকসুদুর রহমান ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে।
নির্বাচিত কমিটি ২০২৫-২০২৭ ইংরেজি তিন বছর সমিতির দায়িত্ব পালন করবে।
নির্বাচন পরিচালনা করেন মোঃ আবু দায়োদ, মোঃ আজিজুল হক, মোঃ শাহ আলম, মোঃ ফজলে রাব্বি সাইফ।
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, পুলিশ বাহিনীর সদস্যরা।
দলিল লেখক সমিতির নবনির্বাচিত সভাপতি সাংবাদিক মাকসুদ আলম বলেন সোনাইমুড়ী সাব রেজিস্ট্রার অফিসে এই প্রথম গণতান্ত্রিকভাবে ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছে। তার জন্য নোয়াখালী-১ সোনাইমুড়ী চাটখিল আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও সাব রেজিস্ট্রার অফিসের সংশ্লিষ্ট দায়িত্বশীলগণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।