বঙ্গনিউজবিডি ডেস্ক : ভারতের অন্যতম রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনো মারা গেছেন। গত শনিবার ইতালিতে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, পরে গত মঙ্গলবার তার শেষকৃত্য সম্পন্ন হয়।
গতকাল বুধবার সোনিয়ার দল কংগ্রেসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সোনিয়া গান্ধীর মায়ের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে দেওয়া এক বার্তায় মোদি বলেন, ‘তার (সোনিয়ার) মা, মিসেস পাওলা মাইনোর মৃত্যুতে সোনিয়া গান্ধীজির প্রতি সমবেদনা। তার আত্মার শান্তি কামনা করি। এই শোকের মুহূর্তে, আমি তার পুরো পরিবারের পাশে আছি।’
উল্লেখ্য, গত ২৩ আগস্ট সোনিয়া গান্ধী তাঁর ৯০ বছর বয়সী অসুস্থ মাকে দেখতে ইতালি গিয়েছিলেন। সঙ্গে ছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীও। পাওলা মাইনোর মৃত্যুতে গান্ধী পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সূত্র : সংবাদ প্রতিদিন, জি নিউজ ও এই সময়।