বঙ্গনিউজবিডি রিপোর্ট : পুরান ঢাকার সোয়ারি ঘাট পুলিশ বক্সের সামনে প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫টায় সোয়ারি ঘাট পুলিশ বক্সের সামনে চার তলা ভবনের নিচ তলায় প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পাই। ৫টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। লালবাগ ফায়ার স্টেশনের দুটি ও হাজারীবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।