আল জাজিরার খবরে বলা হয়, রোববার ইয়েমেনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল আনাদে ড্রোন ও মিসাইল হামলা চালায় বিদ্রোহীরা। প্রশিক্ষণ ক্যাম্প লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেশটির দক্ষিণাঞ্চলের সেনা কর্তৃপক্ষ। তবে এ হামলায় বিদ্রোহীদের পক্ষ থেকে এ হামলার ঘটনায় এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০১৪ সাল থেকে দেশটিতে হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি জোটের সংঘর্ষ চলছে।