তারা হলেন- মাধবদীর ওবাইদুল্লাহ মীর, নরসিংদী শহরের মো. জাহাঙ্গীর আলম ও রাশিদুল ইসলাম আজাদ।
ওবাইদুল্লাহ মীর জানান, ওমরাহ পালন শেষে ১০ দিন পর তারা দেশে ফিরে আসবেন।
এর আগে, ১০ আগস্ট থেকে বিদেশি ওমরাহ যাত্রীদের আবেদন শুরু হয়। দুই ডোজ করোনার টিকা নেয়ার শর্তে মক্কার মসজিদে হারামে ওমরাহ ও মদিনার মসজিদে নববীতে জিয়ারতের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে- করোনার দুই ডোজ টিকা নেয়া ১২-১৮ বছর বয়সীরাও ওমরাহ করার জন্য ইতামারনা এবং তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
উল্লেখ্য, পবিত্র মসজিদুল হারামে প্রতিদিন ৬০ হাজারের বেশি মুসল্লির ওমরাহ পালনের ব্যবস্থা করা হয়। প্রতি মাসে ২০ লাখ মুসল্লি ওমরাহ পালন করবেন। এ সংখ্যা ধীরে ধীরে প্রতিদিন ১ লাখ ২০ হাজারে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। করোনার কারণে ২০২০ সালে সৌদিতে অবস্থানরত মাত্র ১০ হাজার মুসল্লি হজ পালন করেন। আর ২০২১ সালে সৌদিতে অবস্থানকারী ৬০ হাজার মুসল্লি হজ পালন করেন।