1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে বিএসএফের কাছ থেকে আটক বাংলাদেশিকে ২৪ ঘন্টার মধ্যেই ফেরত এনেছে ৫০ বিজিবি লক্ষ্মীপুরে বর্ধিত ভ্যাট ও শুল্ক কর প্রত্যাহারের দাবিতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন *ঐতিহ্যবাহী গরু দৌড় মই মেলা* ফুডি অ্যাপে ডোমিনোজের পিৎজা অর্ডার করলেই ৪০% ছাড়! খেলাধুলাকে তৃনমুল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই : আমিনুল হক ফরিদপুর জেলা পুলিশের ক্ললেস হত্যা মামলার আসামি ও ব্যাটারি উদ্ধার সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান কতৃক রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ গাইবান্ধায় প্রিপেইড মিটার গ্রাহকদের চরম আপত্তির মুখেও নির্বাহী প্রকৌশলীরা অতি উৎসাহী! পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বাঁশ হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ঠাকুরগাঁওয়ে বিসিকের ৫ দিনের নারী শিল্প উদ্যোক্তা প্রশিক্ষণ

সৌম্যের সেঞ্চুরিতে কিউদের সামনে টাইগারদের চ্যালেঞ্জিং স্কোর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রানের দেখা পাচ্ছিলেন না সৌম্য সরকার। তবুও দলে সুযোগ পাওয়ায় বেশ কথা শুনতে হয়েছে কোচ ও নির্বাচক প্যানেলকে। ম্যাচের আগের দিনও সৌম্যকে নিয়ে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে হাথুরুসিংহেকে। সেখানেও প্রিয় শিষ্যকে আগলে রেখেছেন কোচ।
অবশেষে ব্যাট হাতে কোচের সেই আস্থার প্রতিদান দিলেন সৌম্য সরকার। তার দেড়শো ছাড়ানো ইনিংসে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ।

বুধবার (২০ ডিসেম্বর) নিউজিল্যান্ডের নেলসনে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। সৌম্য সরকারের ১৬৯ রানে ভর করে ১ বল বাকি থাকতে ২৯১ রান করে অলআউট হয় টাইগাররা। কিউই বোলার উইল ও’রর্ক ও জ্যাকব ডাফি ৩টি, মিলনে, জোশ ক্লার্কসন ও আদি অশোক একটি করে উইকেট তুলে নেন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১১ রানে ওপেনার এনামুল হক বিজয় ২ রান করে মিলনের শিকার হয়ে ফিরে যান। বিজয়কে হারানোর ধাক্কা সামলে ওঠার আগেই অধিনায়ক শান্তকে প্যাভিলিয়নের পথ দেখান ডাফি। দলের স্কোর তখন ৩৬ রান।

এদিন আরও একবার ব্যর্থ অভিজ্ঞ লিটন দাস। ব্যাট হাতে ৬ রান করার পর ডাফির দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। চতুর্থ উইকেটে তৌহিদ হৃদয়কে নিয়ে ৪৬ রানের জুটি গড়েন সৌম্য। দলীয় ৮০ রানে হৃদয় রান আউটের ফাঁদে পড়লে ভাঙে জুটি।

পঞ্চম উইকেটে মুশফিককে সঙ্গে করে দলের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সৌম্য সরকার। এ দুজনে গড়েন ৯১ রানের জুটি। দলীয় ১৭১ রানে মুশফিক ৫৭ বলে ৪৫ রান করে বিদায় নিলে ভাঙে জুটি। ব্যক্তিগত ৯২ রানে সৌম্যকে জীবন দেন উইল ইয়ং। এটি ছিল ম্যাচে চতুর্থবার জীবন পাওয়া। এর আগে ৫০-৬০ রানের মাঝে জীবন পেয়েছেন তিনবার। ৯০-এর পর গিয়ে আরেকবার।

এরপর আর ভুল করেননি সৌম্য। ইনিংসের ৩৯.১ ওভারের সময় অশোকের বল অফ সাইডে ঠেলে দিয়েই শূন্যে লাফ দেন সৌম্য। ব্যাটের ওপর হেলমেট নিয়ে দুহাতে ধরে করেন ধ্যানের ভঙ্গি। সেই সঙ্গে সৌম্য পেলেন ক্যারিয়ারে তৃতীয় শতক। দ্বিতীয় শতকটি এসেছিল ২০১৮ সালের অক্টোবরে। শতকে যেতে তার লেগেছে ১১৬ বল। এটি ছিল নিউজিল্যান্ডের মাটিতে চতুর্থ কোনো বাংলাদেশি ব্যাটারের সেঞ্চুরি।

ঢাকা প্রিমিয়ার লিগের গত মৌসুমে স্বীকৃত ক্রিকেটে সর্বশেষ শতকের দেখা পেয়েছিলেন সৌম্য। এবার জাতীয় দলে এসেছেন বিস্ময় জাগিয়েই, তবে নিউজিল্যান্ডের কন্ডিশনে একাধিক অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতিতে ভরসা রাখা হয় তার ওপর। প্রথম ম্যাচে ০ রানে ফিরলেও দ্বিতীয় ওয়ানডেতে টিম ম্যানেজমেন্টের সে আস্থার প্রতিদান দিলেন সৌম্য।

এরপর ৬ষ্ঠ উইকেটে মিরাজকে নিয়ে ৬১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন সৌম্য। মিরাজ ২৬ বলে ১৯ অশোকের শিকার হলে ভাঙে জুটি। অপর প্রান্তে সৌম্য নিজের সাবলীল খেলা চালিয়ে যেতে থাকেন। দলীয় ২৯০ রানের সময় সৌম্য ১৬৯ রানে ফেরেন। তার ইনিংসটি সাজানো ছিল ১৫১ বলে ২টি ছক্কা ও ২২টি চারে। এরপর ১ বল আগেই অলআউট হয়ে যায় সফরকারীরা।

এক সেঞ্চুরিতে সৌম্য ছাড়িয়েছেন ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারকে। নিউজিল্যান্ডের কোনো এশিয়ান ব্যাটারের সর্বোচ্চ ইনিংসের মালিক এখন সৌম্য। আগের যে রেকর্ডটি ছিল টেন্ডুলকারের। তিনি ২০০৯ সালে ক্রাইস্টচার্চে করেছিলেন অপরাজিত ১৬৩ রান। সেই সঙ্গে সৌম্য চতুর্থ বাংলাদেশি ব্যাটার যিনি দেড়শো পেরুলেন। এর আগে তামিম ও লিটন দাস দেড়শোর মাইলফলক স্পর্শ করেন। যেখানে তামিমের রয়েছে দুটি ইনিংস।

১২৯ রান করার সঙ্গে সঙ্গে সৌম্য ছাড়িয়ে যান মাহমুদউল্লাহকে। ২০১৫ সালে কিউই সফরে মাহমুদউল্লাহ বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ ইনিংস খেলেছিলেন। সেবার তিনি ১২৮ রানে অপরাজিত ছিলেন। যেটি এতদিন ছিল কিউইদের মাটিতে কোনো বাংলাদেশির সর্বোচ্চ ইনিংস। আজ সেটিকে টপকে গেলেন সৌম্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com