মোহাম্মদ তারেক ছবি: মোস্তাফিজুর রহমান স্থাপত্যাচার্য মাজহারুল ইসলাম স্থপতিদের কাছে বাংলাদেশের আধুনিক স্থাপত্য কলার জনক হিসেবে পরিচিত ।কারণ তিনি স্থাপত্য শৈলীর চাইতে মানুষ, প্রকৃতিকে প্রাধান্য দিয়েছিলেন ।স্থাপত্যকে করে তুলেছিলেন প্রকৃতিবান্ধব। । স্থাপত্যে বাংলাদেশের প্রকৃতিকে নিবিড়ভাবে জড়িয়ে নিয়েছিলেন তিনি। প্রতিষ্ঠা করেছিলেন বাংলার আবহাওয়াকে অবলম্বন করে স্থাপত্য শৈলীর।স্থাপত্য শিল্পে বাংলাদেশের পথিকৃৎ স্থপতি মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলামের জন্ম শতবার্ষিকী উপলক্ষে রাজধানীর মানিক মিয়া জাতীয় সংসদ ভবনের সামনে খোলা চত্বরে শুরু হয়েছে চার দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ।প্রদর্শনী চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত । মাস্টার স্থপতি মাজহারুল ইসলামের শততম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এর উদ্যোগে নানা অনুষ্ঠানমালার অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে । প্রদর্শনীতে স্থান পেয়েছে স্থপতি মাজহারুল ইসলামের বিভিন্ন স্থাপনার ছবি ,স্থাপত্য নকশার ছবি, বিভিন্ন ব্যক্তির কথা, স্মৃতিচারণ । ভবনগুলোর মধ্যে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল নকশার ছবি ,চারুকলা অনুষদের ভবনের নানা অংশের ছবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী ভবনের ছবিসহ বিভিন্ন ডিজাইনের খন্ড খন্ড ছবি ।উৎসবের আহবায়ক স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী বলেন , মাজহারুল ইসলাম অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন। কিন্তু বর্তমান প্রজন্মের কাছে তিনি পরিচিত নন ।তার দর্শন ,স্থাপত্য ভাবনাকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতেই বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট তার জন্ম শতবার্ষিকীকে কেন্দ্র করে নানা উদ্যোগ নিয়েছে।তার ই অংশ হিসেবে এ প্রদর্শিনী আয়োজন । দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা মাজহারুল ইসলামের নকশা করা ভবনগুলো জাতীয় সম্পদ হিসেবে রক্ষণাবেক্ষণ জরুরী ।এরই মধ্যে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ভবন ভেঙে পড়ার উপক্রম ।এ ভবনগুলো রক্ষার সরকারের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ,সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি অধ্যাপক ড. খন্দকার সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান ,উৎসবের আহ্বায়ক স্থপতি কাশেফ মাহবুবচৌধুরী ,স্থপতি ইকবাল হাবিব ,স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মঞ্জুরুর রহমান, স্থপতি ইশতিয়াক জহির, স্থপতি সাবরিনা প্রমুখ। প্রধান অতিথি ইয়াফেস ওসমান বলেন,মাজহারুল ইসলাম বাংলাদেশের স্থাপত্য শিল্পের গুরু ।তিনি শুধু একজন স্থপতি নন ,সমাজ বিনির্মাণে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। তার স্থাপত্য কলা বাংলাদেশের মাটি, আবহাওয়া, মানুষ ও প্রকৃতিকে প্রতিনিধিত্ব করে।