1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার কয়রায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনায় মোনাজাত, কাঁদলেন লাখো মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলার উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত। বেতছড়িতে মারমাদের বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা উদ্বোধন চট্টগ্রামে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘মার্চ ফর গাজা’ নিয়ে জরুরি নির্দেশনা ফিলিস্তানি গাজার ইসরাইলের কর্তৃক গণহত্যা, ও ভারতের ওয়াকফ্ বিল বাতিল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ জলবায়ুর নায্যতা ও টেকসই ভবিষ্যৎ গড়ার দাবিতে চট্টগ্রামে ফ্রাইডে’স ফর ফিউচার’র ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকটে সাড়ে তিন মাস চিলমারী-রৌমারী ফেরি চলাচল বন্ধ আগত বিভিন্ন কলেজ ও মাদরাসার শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্বামীর সামনেই শরীরে আগুন দিল গৃহবধূ, লাশ রেখে সমঝোতা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ১৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিদেশ যাওয়াকে কেন্দ্র ঢাকার ধামরাইয়ে স্বামীর সামনেই শরীরে কেরোসিন ঢেলে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। রোববার রাতে এ ঘটনার পর তার লাশ হাসপাতালে রেখেই সোমবার দুপুরে ওই গৃহবধূর শ্বশুর ও পিতার বাড়ির লোকজন সমঝোতা বৈঠকে বসেছে। বিষয়টি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বছর খানেক পূর্বে ঢাকা জেলার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের জোয়ার আমতা গ্রামের মো. আব্দুল হানিফ আলীর ছেলে মো. আলমগীর হোসেনের সঙ্গে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার দরগ্রাম ইউনিয়ন সদরের মো. লোকমান হোসেনের মেয়ে আলিফা আক্তারের (১৬) বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন বেশ সুখ-স্বাচ্ছন্দ্যেই কাটছিল।

এর মধ্যে সংসারের সুখ-শান্তির কথা ভেবে আলমগীর হোসেন সম্প্রতি বিদেশ যাওয়ার জন্য মনস্থির করেছে। এতে বাঁধ সেধেছে ওই গৃহবধূ নিজেই। কোনোক্রমেই স্বামীকে তিনি বিদেশ যেতে দিতে রাজি নয়।

এ নিয়ে রোববার দিনগত রাত ১০টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই গৃহবধূ স্বামীর সামনেই শরীরে কেরোসিন ঢেলে দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে আগুন তার সারা শরীরে ছড়িয়ে পড়ে।

স্বামীর ডাক চিৎকারে বাড়ি ও আশপাশের লোকজন দৌড়ে এসে পানি এবং বালু ছিটিয়ে ও কাঁথা চাপা দিয়ে আগুন নেভায়। ততক্ষণে ওই গৃহবধূর শরীরের ৭৫ ভাগই ঝলসে গেছে। তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৬টার দিকে ওই গৃহবধূ মারা যান।

স্বামী ওই লাশ রিলিজের চেষ্টা করলে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ তাতে বাঁধা দেয়। ওই গৃহবধূর পিতা- মাতা ব্যতীত এ লাশ রিলিজ করা যাবে না বলে পুলিশ জানালে স্বামী আলমগীর হোসেন দ্রুত এলাকায় এসে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শ্বশুরালয় যায়।

তারা লাশ আনতে হাসপাতালে যেতে রাজি না হয়ে জানায়, আগে সমঝোতা হোক তারপর লাশ আনা হবে। এরপর এ নিয়ে সমঝোতা বৈঠকে বসা হয় ওই গৃহবধূর পিত্রালয়ে।

এদিকে স্বামীর পরিবারের কাছে ওই গৃহবধূর পিতার পরিবার ৫০ লাখ টাকা টাকা ক্ষতিপূরণ দাবি করেছে বলে গোপন এক সূত্রে জানা গেছে।

গৃহবধূর পরিবার বলেছে, বিয়ের সময় উপঢৌকনসহ অনেক হিসাব নিকাশ রয়েছে ওই পরিবারের সঙ্গে। তা পুরোপুরি পরিশোধ করা না হলে আমরা তাদেরকে কোনোক্রমেই ক্ষমা করবে না।

গৃহবধূর স্বামী আলমগীর হোসেন জানান, আমার স্ত্রী মরেও গেছে আবার আমাকে মেরেও গেছে। এখন আমার শ্বশুরবাড়ির লোকজনও সমঝোতা করতে মোটা অংকের টাকা দাবি করছে।

ওই গৃহবধূর পিতা মো. লোকমান হোসেন বলেন, আমার মেয়ে এমনি এমনিই শরীরে আগুন ধরিয়ে মারা যায়নি। নিশ্চয় এর অন্তর্নিহিত কোনো না কোনো কারণ রয়েছে। কাজেই ভেবে চিন্তেই কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com