বঙ্গনিউজবিডি ডেস্ক : ছয়দিনের মাথায় আবার রাজধানীর এভারকেযার হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এর আগে সোমবার (২২ আগস্ট) বিকেল হাসপাতালে গিয়েছিলেন তিনি।
রোববার (২৮ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বিএনপি চেয়ারপারসন হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। জানা গেছে, প্রয়োজনীয় সব পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হতে পারে খালেদা জিয়া। এ জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।
গত ২২ আগস্ট এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের হৃদযন্ত্রের কয়েকটি পরীক্ষা (যেমন ইকো, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম ও এক্সরে) করা হয়েছিল। সেগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পরে মেডিক্যাল বোর্ড আরও কয়েকটি পরীক্ষার জন্য জরুরিভাবে হাসপাতালে ভর্তির সুপারিশ করেন। এর পরিপ্রেক্ষিতে আজ তিনি হাসপাতালে যাচ্ছেন।
এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া।