নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের আয়োজনে ‘তামাক ও তামাকজাত পণ্য ব্যাবহারের ক্ষতিকর দিক এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এর প্রতিরোধের উপায়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৯ সেপ্টেম্বর ঢাকার সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডাঃ সায়েদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ডঃ সৈয়দ আব্দুল হামিদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব ডাঃ মোঃ শিব্বির আহমেদ ওসমানী, গ্লোবাল হেলথ এবং রিপ্রোডাকটিভ হেলথ বিশেষজ্ঞ, সিনিয়র ফ্যাকাল্টি, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, সদস্য, পাবলিক হেলথ এসোসিয়েশন অব বাংলাদেশের ডাঃ হালিদা হানুম আখতার, এপিডেমিওলজি এন্ড রিসার্চ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ সোহেল রেজা চৌধুরী, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ নিজাম উদ্দিন আহম্মেদ প্রমুখ।
অধ্যাপক ডাঃ সায়েদুর রহমান বলেন, ‘তামাক আমাদের দেশের জন্য একটি মরণঘাতী সমস্যা। প্রতিদিন ৪৪২ জন মানুষ তামাক সেবনের কারণে মারা যাচ্ছে। আমাদের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, যাতে তারা তামাক থেকে দূরে থাকতে পারে। স্বাস্থ্য শিক্ষা এবং প্রয়োজনীয় আইন প্রয়োগের মাধ্যমে আমরা তামাকের ব্যবহার হ্রাস করতে পারি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে, তামাক সেবনের ফলে প্রতিবছর ৮ মিলিয়ন মানুষের মৃত্যু ঘটে, শুধু বাংলাদেশেই প্রতিবছর তামাকজনিত রোগে প্রায় ১ লক্ষ ৬১ হাজার মানুষ মৃত্যুবরন করে। যা আমাদের জন্য একটি অত্যন্ত উদ্বেগজনক বিষয়।’
সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একাডেমিক, গবেষক, গণমাধ্যমকর্মী, সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিত্ব তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে তাদের বক্তব্য প্রকাশ করেন।
আলোচনা সভার মধ্যে দিয়ে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তামাক ও তামাকজাত পণ্য ব্যাবহারের ক্ষতিকর দিকগুলো উঠে আসে এবং সকল স্তরের নাগরিকের সমন্বয়ে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার জন্য একটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।