বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং বাংলাদেশী 🇧🇩 পতাকার অবমাননা করায় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক জনাব আলমগীর সিকদার লোটন এবং সদস্য সচিব জনাব মোঃ হেলাল উদ্দিন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক কূটনৈতিক আইন অনুযায়ী বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তা নিশ্চিতে ভারত সরকার সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন দেশের স্বার্থ বিলিয়ে দিয়ে কারও সাথে বন্ধুত্ব চায় না বাংলাদেশের জনগণ। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের জনগণ অতন্দ্র প্রহরীর হয়ে কাজ করবে। নেতৃবৃন্দ বর্তমান সংকটময়ে যেন সরকার জাতীয় ঐক্যের ডাক দিয়ে সকল রাজনৈতিক দল এবং সকল সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে দ্রুততম সময়ে উক্ত ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার সুষ্ঠু সমাধান করার অনুরোধ জানিয়েছেন।
জাতীয় স্বেচ্ছাসেবক পাটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তর) মোহাম্মদ লোকমান ভূঞা রাজু এ তথ্য জানিয়েছেন।