1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
সোনাগাজী- দাগনভূঞাতে ঘোষিত বিএনপি কমিটি বাতিলের দাবিতে বিএনপির একাংশের অবস্থান কর্মসূচী জনগণ ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা ক্ষতি করতে পারবে না : আমিনুল হক টিসিবির ৩৭ লাখ দ্বৈত কার্ড বাতিল  বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান রুয়েল আটক গাইবান্ধায় প্রিপেইড মিটার নিয়ে নেসকোর একগুঁয়েমির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কালিহাতীতে উপজেলা প্রশাসনের সাথে ৮টি বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছে : আমিনুল হক বেলজিয়াম প্রবাসীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ তথ্য সংগ্রহ করতে গিয়ে আসামী হলেন সাংবাদিক ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ১ মাসের মধ্যে বৈদেশিক এয়ার লাইনের ফ্লাইট চালুর দাবি জানিয়ে লোটনে মতবিনিময় সভা

স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১২০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সংঘাত ও একতরফা নির্বাচনের পথ পরিহার করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং শ্রমিক হত্যার বিচার, ক্ষতিপূরণ, ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে প্রতিবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ। শুক্রবার (১ ডিসেম্বর ) বিকাল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এ প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে’র সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সমাজ অনুশীলন কেন্দ্রের কামাল হোসেন বাদল। এতে বক্তব্য রাখেন প্রগতি লেখক সংঘের রঘু অভিজিৎ রায়, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের মফিজুর রহমান লাল্টু, ভাষাণী পরিষদের ডা. হারুনুর রশিদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জাকির হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক অস্থিরতা, সংঘাত, সংঘর্ষ শুরু হয়েছে তার দায় সরকারকেই নিতে হবে। একটি গণতান্ত্রিক দেশে একতরফা নির্বাচন কোনভাবেই কাম্য নয়। সাধারণ জনগণ আতঙ্কিত। অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করে এই সংকটময় পরিস্থিতির সমাধান করা সম্ভব বলে মনে করে প্রতিবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ।

সমাবেশে বক্তারা আরও বলেন, শুধু রাজনৈতিক অস্থিরতাই নয়, দেশের তৈরি পোশাক শিল্প খাতেও দীর্ঘদিন ধরে চলছে শোষণ-নির্যাতন-নৈরাজ্য। শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিকে নস্যাৎ করতে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে সরকার। আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে এরই মধ্যে ৪ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। শ্রমিকের দাবি উপেক্ষা করে সরকার মালিকদের পক্ষের প্রস্তাবিত ১২৫০০ টাকা মজুরি নির্ধারণ করে দিয়েছে যা কোনভাবেই বর্তমান বাস্তবতায় যুক্তিসঙ্গত নয়। শ্রমিক হত্যার বিচার, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়া এবং যুক্তিসঙ্গত ন্যায্য মজুরি নিশ্চিতের মাধ্যমে পোশাক খাতের অস্থিরতা নিরসন করা সম্ভব বলেও মনে করেন বক্তারা।

সমাবেশে আলোচনা শেষে সাংস্কৃতিক পরিবেশনায় আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি শিল্পী ও উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য শিখা সেন গুপ্তা, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কামরুজ্জামান ভূঁইয়া প্রমুখ। এছাড়া, দলীয় সঙ্গীত পরিবেশন করে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। জারি গান পরিবেশন করে চারণ সাংস্কৃতিক কেন্দ্র।

সবশেষে প্রবীর সরদারের রচনা ও অমিত রঞ্জন দে’র নির্দেশনায় সমসাময়িক প্রেক্ষাপটে নির্মিত পথনাটক ‘ঝাঁজ’ পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নাট্যকর্মীরা। নাটকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অহেতুক বিদেশি হস্তক্ষেপ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ফিলিস্তিনে গণহত্যাসহ বিভিন্ন সাম্প্রতিক বিষয় তুলে আনা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com