মোঃশরিফুল আলম চৌধুরী, কুমিল্লা : স্মার্ট মুরাদনগর গড়ার প্রত্যয়ে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাংসদ ও সদ্য আন্তর্জাতিক প্রিয়দর্শিনী এ্যাওয়ার্ড প্রাপ্ত ণারী নেত্রী ব্যারিস্টার বেনজির আলম অনন। একই সঙ্গে সোনার বাংলাদেশ গড়তে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ব্যবাসায়ীক কাজে ৪ দিনের সফরে দুবাই যাওয়ার প্রাক্কালে মুরাদনগরসহ দেশবাসীর উদ্দেশে পাঠানো এক বার্তা দেন ব্যারিস্টার বেনজির আলম অনন।
বেনজিন অনন তার বাণীতে দেশ-বিদেশে বসবাসরত সব মুরাদনগরসহ সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছাও জানান।
বেনজির অনন বলেন, প্রিয় মুরাদনগরবাসীসহ সমগ্র দেশবাসী, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের ভেতরে এবং বাইরে বসবাসকারী বাংলাদেশের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা। ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ২৩ বছরের রাজনৈতিক সংগ্রাম এবং ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে আমরা বিজয় অর্জন করি এবং আমরা পাই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
তিনি দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানান এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সালাম জানান।
বেনজির অনন বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে৷ আসুন জাতির পিতার আদর্শ ধারণ করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলি। বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।
একাত্তরের ২৫ মার্চ দিবাগত মধ্যরাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালিদের ওপর অতর্কিত হামলা চালায় এবং বঙ্গবন্ধুকেও গ্রেপ্তার করে নিয়ে যায়। গ্রেপ্তারের পূর্বে ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।