বঙ্গনিউজবিডি ডেস্ক : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, স্রোতের তীব্রতা না কমে আসায় পদ্মায়, বাংলাবাজার-শিমুলিয়া রুটে ভারী ফেরি চলবে না।সেতুর নিচ দিয়ে শুধুমাত্র হালকা যানবাহন নিয়ে ফেরি চলাচল করতে পারবে। বারবার পদ্মা সেতুর পিলারে সঙ্গে এ দুর্ঘটনায় মন্ত্রণালয় বিব্রত।
মন্ত্রী আশা করছেন, সেপ্টেম্বরের শেষে এই নদীতে স্রোত কমে আসবে।
মঙ্গলবার (১০ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান তিনি।