বঙ্গনিউজবিডি ডেস্ক: হংকংয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগুন লাগার ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় চার জন আহত ও আটকা পড়েছেন তিনশর বেশি মানুষ। স্থানীয় সময় বুধবার ( ১৫ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।
সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়, অগ্নিকাণ্ডের সময় ভবনের ছাদে আটকা পড়েছেন তিনশর বেশি মানুষ। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট।
৩৮ তলা বিশিষ্ট ভবনটি থেকে দুর্ঘটনায় আটকা পড়াদের মধ্যে এখন পর্যন্ত ১৫০ জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, স্থানীয় সময় ১২ টা ৩৭ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। তবে কিভাবে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা।