স্থানীয় সময় শনিবার মক্কায় পৌঁছে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়ানো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। গত ১ জুলাই মুশফিক সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা করেন।
এর আগে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক ওমরাহ পালন করলে হজ পালন করছেন এবারই প্রথম। হজ পালনের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি মুশফিক। ক্রিকেট বোর্ড থেকে ছুটি পেয়েছেন। তাকে ছাড়া অবশ্য দলের পরিস্থিতি খুব একটা ভালো নয়। দুই টেস্টের সিরিজ, আর প্রথম টি-টোয়েন্টিতে এর ছাপ পড়েছে বেশ ভালোই। দল ব্যাটিং ব্যর্থতার মধ্য দিয়েই পার করছে সময়।