শনিবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে তালতলীর উজ্জ্বল চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, কেন্দ্র ঘোষিত বিএনপির হরতাল বাস্তবায়নের জন্য নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন বিএনপি নেতা মহিব্বুলাহ। তাই সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাকে আটক করা হয়েছে।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, (ওসি) মো. শহিদুল ইসলাম খান বলেন, নাশকতা সৃষ্টির পরিকল্পনা করার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেয়ে মুহিব্বুল্লাহকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি তালতলী থানা পুলিশের হেফাজতে আছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।