বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : দশ পারা কোরআনের হাফেজ, নিষ্পাপ শিশু মো. শাওন মিয়া মুতাসি (বয়স: ১০) নিখোঁজ। পুত্র হারিয়ে মা বারবার মূর্ছা যাচ্ছেন; সন্তানের শূন্যতায় মায়ের বুক ছিন্নভিন্ন, বাবার হৃদয় ক্ষতবিক্ষত।
নিখোঁজের বিবরণ:
গতকাল বিকেল ৫:০০ টায়, রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন খোর্দ্দ নুরপুর গ্রাম থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে ভ্যানগাড়িতে চড়ে বের হয় শাওন। বৈরাদীহাট এলাকায় পৌঁছে ভ্যানগাড়ি থেকে নেমে যায়, তবে নির্ধারিত মাদ্রাসায় আর পৌঁছেনি। পরিচিত ভ্যানচালকও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শাওন বৈরাদীহাট সংলগ্ন একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র এবং দশ পারা হেফজ সম্পন্ন করেছে।
সন্ধান প্রার্থী:
পিতা: মো. সাদেকুল ইসলাম
মাতা: মোছা. শাহানা বেগম
গ্রাম: খোর্দ্দ নুরপুর, ডাকঘর: বৈরাদীহাট, থানা: মিঠাপুকুর, জেলা: রংপুর।
যোগাযোগ: ০১৭৫৮-০৮৮৯৯৭
বিশেষ অনুরোধ:
সকল মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মানবিক হৃদয়সম্পন্ন নাগরিকদের প্রতি বিনীত আবেদন— যদি কোথাও শিশুটির সন্ধান পান, দয়া করে অবিলম্বে যোগাযোগ করুন।
একটি শেয়ার, একটি কমেন্ট, একটি লাইক— ফিরিয়ে দিতে পারে একটি বিধ্বস্ত মায়ের কোলে হারানো সান্ত্বনা, আহত বাবার হৃদয়ে ফিরিয়ে দিতে পারে প্রাণ।
আসুন, সকলে এগিয়ে আসি। আপনার একটি শেয়ার বদলে দিতে পারে একটি অসহায় পরিবারের ভাগ্য।