বঙ্গনিউজবিডি ডেস্ক : শেষ ওভারের দ্বিতীয় বল শেষ তখন। ভারতকে হারাতে পাকিস্তানের প্রয়োজন আর ৩ রান। ড্রেসিংরুমে এসে মোহাম্মদ রিজওয়ান বারবার বলছিলেন, ‘এই বলেই খেলা শেষ হয়ে যাবে’। পাকিস্তানি ওপেনারের উত্তেজনার কারণ অজানা নয় কারোর। তার দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছায় পাকিস্তান। সুখকর জয়ের পর অবশ্য হাসপাতালে যেতে হয়েছে রিজওয়ানকে!
ভারতের ইনিংসের সময় মোহাম্মদ হাসনাইনের করা একটি বাউন্সার ধরতে গিয়ে চোট পান রিজওয়ান। লাফিয়ে উঠে মাটিতে পড়ার সময় বেকায়দায় পড়ে যায় তার শরীর। ডান পায়ের ওপর ভর দিয়ে উল্টে যান রিজওয়ান। অনেকক্ষণ মাটিতে শুয়ে কাতরাতে দেখা যায় পাকিস্তানের উইকেটরক্ষককে। মাঠেই চলে রিজওয়ানের প্রাথমিক চিকিৎসা।
ফিজিওদের চিকিৎসার পর ফের কিপিং শুরু করেন রিজওয়ান।
তবে হাঁটতে বা দৌড়াতে সমস্যা হচ্ছিল তার। ব্যাটিংয়ের সময়ও অস্বস্তি ভোগ করতে দেখা যায় তাকে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ জানিয়েছে, খেলা শেষে মোহাম্মদ রিজওয়ানকে দুবাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে তার পায়ে এমআরআই করার কথা রয়েছে। ডাক্তারি রিপোর্টের ওপর নির্ভর করছে আগামী ম্যাচে রিজওয়ানের খেলা।
চোট নিয়েই অবশ্য দারুণ ইনিংস উপহার দিয়েছেন রিজওয়ান। ওপেনিংয়ে নেমে ১৭ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন। ৬ চার ২ ছক্কায় ৫১ বলে ৭১ রান করেন রিজওয়ান। যা পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
চোট নিয়েও লড়াই করা রিজওয়ানের জন্য নতুন নয়। আরব আমিরাতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনজুরি নিয়েই ব্যাটিং এবং কিপিং করেছিলেন তিনি। ম্যাচের আগেরদিন হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।
ডাক্তারি পরীক্ষায় গুরুতর কিছু ধরা পড়লে পাকিস্তানের চোটের তালিকায় চতুর্থ খেলোয়াড় হিসেবে যোগ হবে রিজওয়ানের নাম। এর আগে ছিটকে পড়েন শাহনেওয়াজ দাহানি। এছাড়া ইনজুরির কারণে এশিয়া কাপ খেলতে পারছেন না শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম।
আগামী ৭ই সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।