এসময় জনগণের দাবি আদায়ের যেকোনো আন্দোলনে বিএনপির সমর্থন আছে বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে জারি করা ১৮ দফা নির্দেশনা নিয়েও কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল পরিস্থিতি ভয়াবহ। সংক্রমণ অনেক বাড়ছে। কিন্তু সরকার তাদের উৎসব ঠিকই পালন করেছে। বিদেশি মেহমানরা চলে গেছেন। যেহেতু এখন উৎসব শেষ হয়েছে পালন করেছে এখন নির্দেশনা দিয়েছে।
মির্জা ফখরুল বলেন, করোনার ভয়ংকর পরিস্থিতির কথা জেনেও তথ্য গোপন করে সরকার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠান করে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।
বিএনপি মহাসচিব প্রশ্ন রেখে বলেন, এখন যে ১৮ দফা নির্দেশনা দেয়া হলো এখানে সরকারের উদ্যোগটা কোথায়? সরকারের একটা মন্ত্রণালয় আছে তারা ঠিকভাবে প্রচার-প্রচারণা কি চালাতে পেরেছে।