1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন

হোমনায় অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৪৭ বার দেখা হয়েছে

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার হোমনা উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে,কমিটি স্থগিত ও বাতিল করার দাবীতে প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল করেছে হোমনা উপজেলা-পৌর বিএনপির একাংশের নেতাকর্মী এবং সমর্থকরা।

শনিবার(২৬ অক্টোবর) উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে শুক্রবার(২৫ অক্টোবর) কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজামান সরকার ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সীর স্বাক্ষরিত উপজেলা বিএনপির ৫১ ও পৌর বিএনপির ৪১ সদস্যের কমিটি অনুমোদন দেন।

উক্ত কমিটিতে হোমনা উপজেলা
বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক জহর ও যুগ্ন আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা এবং পৌর বিএনপি সদস্য সচিব সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলমকে কমিটি থেকে বাদ দেয়া হয়েছে।

এতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমিটির তালিকা প্রকাশিত হলে দলের নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিএনপির আহ্বায়ক জহিরুল হক জহরের সভাপতিত্বে পৌর বিএনপির সদস্য সচিব মো. শাহ আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপিসহ পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির একাংশের নেতৃবৃন্দরা।

এসময় বক্তারা বলেন, গত দেড় দুই বছর আগে মেয়াদ উত্তীর্ণ জেলা কমিটি কর্তৃক অন্য কোনো কমিটিকে বিলুপ্ত ঘোষণা করাই অবৈধ। অতএব, সাবেক কমিটিই বাহাল থাকবে। প্রতিবাদ সভায় কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে হোমনায় অবাঞ্ছিত ঘোষণা করে বক্তারা বলেন, তার দ্বারা সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের গড়া দীর্ঘ ৩৫ বছরের হোমনা উপজেলার সুসংগঠিত বিএনপির দূর্গকে নস্যাৎ ও দুর্বল করার অপচেষ্টাকে কঠোরভাবে প্রতিহত করা হবে।

দুইজন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির আহ্বায়ক এবং সাধারণ সম্পাদককে বাদ দিয়ে ৫১ সদস্যবিশিষ্ট যে কমিটি ঘোষণা করা হয়েছে তার মধ্যে ৩৬ জনই এই কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। মো. জহিরুল হক জহরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম- আহ্বায়ক অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা, যুগ্ম-আহ্বায়ক মো. আলমগীর সরকার, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো. শাহ আলম, বিএনপি নেতা ইয়া মুছা, সাবেক চেয়ারম্যান আবদুল আজিজ সাব মিয়া, ঘারমোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, ব্যরিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল, মো. ওমর ফরুক, গোলাম মাওলা, দুলাল সরকার, নূরুজ্জামান মিন্টু, সেলিম কায়সার, মজিবুর রহমান প্রমুখ। সভাপতির বক্তব্যে মো. জহিরুল হক জহর বলেন, কুমিল্লা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া তার ছয় মাসের রাজনৈতিক বয়সেই হোমনার অবিসংবাদিত নেতা এম কে আনোয়ারের গড়া বিএনপির দূর্গকে ভেঙ্গে তছনছ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তার বিরুদ্ধে গত রমজানে ইফতার পার্টির নামে বিশ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ তুলেন। ফেসবকের মাধ্যমে যে কমিটি ঘোষণা করা হয়েছে তা প্রত্যাখ্যান করে এর বিরুদ্ধে প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে হোমনায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

এ ব্যাপারে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং জেলা কমিটির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com