এই টিভি স্বত্ব কিনে নিয়েছে ব্যান-টেক নামে একটি মার্কেটিং এজেন্সি। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে বিসিবি ও ব্যানটেক।
এই সময়ে বাংলাদশের ৯টি হোম সিরিজের সূচি রয়েছে। যেখানে ৭টি টেস্ট, ১৮টি ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা আছে টাইগারদের। এই সিরিজগুলোর সম্প্রচার স্বস্ত পেতে ১৯.৭ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬১ কোটি ৭৩ লাখ টাকায় বিসিবির সঙ্গে চুক্তি করেছে ব্যানটেক। যা টাইগার বোর্ডের প্রত্যাশাকে ছাপিয়ে গেছে। এই সময়ের জন্য টিভি স্বত্ব বিক্রয়ে ১৫০ কোটি টাকা প্রত্যাশা ছিল বিসিবির।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলনে, ‘বিডিংয়ে একমাত্র ব্যানটেকই অংশ নিয়েছে। আর কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা প্রস্তাব পাইনি। আমাদের ফ্লোর প্লায় প্রাইস ছিল ১৯ মিলিয়ন ডলার। আমরা যে দর প্রত্যাশা করেছিলাম তার থেকে বেশি পেয়েছি। প্রতিযোগিতামূলক বাজারে এরকমটা হবে স্বাভাবিক। গতবারও তারা আমাদের প্রত্যাশা পূরণ করেছিল। এবারও করলো।’
ব্যান-টেকের প্রধান নির্বাহী এজিএম সাব্বির বলেন, ‘বিসিবিকে ধন্যবাদ আমাদের এই সুযোগ দেওয়ার জন্য। আমরা আগামী (প্রায়) আড়াই বছরের জন্য টিভি স্বত্ব কিনেছি। ১৯ মিলিয়ন ডলারের বিনিময়ে কেনা এই স্বত্বের মধ্যে প্রোডাকশন খরচও অন্তর্ভুক্ত। মূলত বিসিবি প্রোডাকশন করলে সেটিতে মান বজায় থাকবে বলে প্রোডাকশন তাদের কাছেই থাকছে।’