ডেস্ক: দীর্ঘ ১৭ মাস পর গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় কারও মৃত্যু হয়নি। বাংলাদেশে করোনায় আক্রান্ত ব্যক্তির কথা প্রথম জানা যায় গত বছরের ৮ মার্চ এবং প্রথম মৃত্যুটি ঘটে ১৮ মার্চ। এরপর থেকে দৈনিক মৃত্যুর পর আজই প্রথম করোনায় মৃত্যুশূন্য দিন দেখলো দেশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ১৭৮ জনের শরীরে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জনে দাঁড়িয়েছে।
এর আগের দিন বুধবার করোনায় দেশে মৃত্যু হয়েছিলো ৭ জনের। এছাড়া শনাক্ত হয়েছিলো ২৫৩ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে শনেক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ। এছাড়া একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৬ জন।