মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী : আজ শুক্রবার সকালে জেলা শহরের ঐতিহ্যবাহী বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ খুশি রেলওয়ে ময়দানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন ।
দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মানুষের তন্ত্রে আমাদের মুক্তি আসবে না। ৫ আগস্টের বিপ্লবের পথ দিয়ে আমরা আরেকটি বিপ্লব চাই, আর সে বিপ্লব হলো মানুষের মনস্তাত্ত্বিক বিপ্লব। আর একটি সেই বিপ্লব দরকার। যে বিপ্লবে মানুষের চরিত্র বদলে যাবে, মানুষের আদর্শ বদলে যাবে, তারা সব খারাপ কাজে আল্লাহ তায়ালাকে ভয় করবে।’
সম্মেলনে প্রধান অতিথি বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে ফ্যাসিবাদের বিচার, দেশ সংস্কারসহ স্থানীয় সরকার নির্বাচন করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল, ফরিদপুর অঞ্চলের পরিচালক ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমির অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. আলীমুজ্জামান।