বিজিএমইএ এবারই প্রথমবারের মতো তৈরি পোশাক শিল্পে ক্যারিয়ার গড়তে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষে উত্তরাস্থ *বিজিএমইএ কমপ্লেক্সের ২য় তলায় ২৩-২৪ ডিসেম্বর ২০২৩, দুই দিনব্যাপী* ‘‘বিজিএমইএ ক্যারিয়ার সামিট অ্যান্ড ফেস্ট ২০২৩’’ এর আয়োজন করেছে, যেখানে বিভিন্ন নিয়োগদানকারী প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য যে, এই সামিটের মাধ্যমে আগত শিক্ষার্থীরা ৪০টিরও অধিক শীর্ষস্থানীয় কোম্পানীতে সরাসরি নিয়োগের সুযোগ ও বিজিএমইএ’র সদস্য প্রতিষ্ঠানে নিয়োগের জন্য সিভি জমা দেয়ার সুবিধা পাবে।
*২৩-২৪ ডিসেম্বর ২০২৩, দুই দিনব্যাপী ‘‘বিজিএমইএ ক্যারিয়ার সামিট অ্যান্ড ফেস্ট ২০২৩’’*
*২৩ ডিসেম্বর ২০২৩ তারিখ (শনিবার), সকাল ১১:০০* ঘটিকায় ‘‘বিজিএমইএ ক্যারিয়ার সামিট অ্যান্ড ফেস্ট ২০২৩’’ এর উদ্বোধন উপলক্ষে উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সের ২য় তলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজিএমইএ সভাপতি জনাব ফারুক হাসানের সভাপতিত্বে এতে বিজিএমইএ এর অফিস বেয়ারারগন এবং পরিচালকগন উপস্থিত থাকবেন। ২:৩০—০৬:০০ ঘটিকা পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার সেশন ও অনুপ্রেরনামূলক বক্তব্য প্রদান অনুষ্ঠান, যার মাধ্যমে শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রি লিডারদের থেকে জানবে ক্যারিয়ার গড়ার পরামর্শ/গাইডলাইন।
*২৪ ডিসেম্বর ২০২৩ তারিখ (রবিবার), একই স্থানে সকাল ১১:০০ঘটিকায় “* Opportunities prospects in SEIP & probable career build up in RMG sector” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। বিজিএমইএ সভাপতি জনাব ফারুক হাসান এর সভপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে Skills for Employment Investment Program (SEIP) এর এডিশনাল সেক্রেটারি এ্যান্ড এক্সিকিউটিভ প্রজেক্ট ডাইরেক্টর (Environmental ProductDeclarations, EPD) এর ফাতেমা রহিম ভিনা, বিশেষ অতিথি হিসেবে বিজিএমইএ’র সহ—সভাপতি (অর্থ) ও বিজিএমইএ—এসইআইপি (SEIP) প্রজেক্ট এর অলটারনেটিভ চেয়ারপার্সন খন্দকার রফিকুল ইসলাম এবং এসইআইপি (SEIP) এর যুগ্ম সচিব, ডেপুটি এক্সিকিউটিভ প্রজেক্ট ডাইরেক্টর মোঃ সারোয়ার জাহান ভূঁইয়া উপস্থিত থাকবেন। পূর্বের মতো এদিনও ২:৩০—০৬:০০ ঘটিকা পর্যন্ত চলবে ক্যারিয়ার সেশন ও অনুপ্রেরনামূলক বক্তব্য প্রদান অনুষ্ঠান।