বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত ৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২২ জন ঢাকার বাইরের। এ নিয়ে চলতি বছর দেশে মোট ১ হাজার ৭৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোগীদের মধ্যে ২২৪ জন এখনও চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫৭ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত মোট ১ হাজার ৫৫১ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।