বঙ্গনিউজবিডি ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২৫ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু হবে। সোমবার (১৮ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-রেজিস্ট্রার সাহেদ হাসান স্বাক্ষরিত সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২০ অক্টোবরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছুটি ঘোষণায় ওই দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এ কারণে ২০ অক্টোবর ক্লাস শুরুর পরিবর্তে ২৫ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু করা হবে।
এর আগে করোনায় দীর্ঘ সময় বন্ধ থাকার পর শিক্ষার্থীদের এক ডোজ টিকা নেওয়ার শর্তে ৯ অক্টোবর আবাসিক হল খুলে দেওয়া হয়।
এছাড়া ২০ থেকে সশরীরে ক্লাস শুরুর ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কিন্তু ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওইদিন সরকারি ছুটি ঘোষণা করায় পুনরায় ২৫ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরুর তারিখ ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।