বঙ্গনিউজবিডি ডেস্ক : জাতীয়তাবাদী মহিলা দল ময়মনসিংহ মহানগর এবং বরিশাল উত্তর জেলা শাখার পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার (১৮ এপ্রিল) কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে জানানো হয়, খালেদা আতিককে সভাপতি ও ফারিয়া তাসনিম তিথিকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দল ময়মনসিংহ মহানগর শাখার ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে চৌধুরী শরীফা নাসরীনকে সভাপতি ও মোছা. লিপি নাসরীনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বরিশাল উত্তর জেলা শাখার ৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত এই দুটি কমিটি কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ অনুমোদন করেছেন বলেও বিবৃতিতে জানানো হয়।