বঙ্গনিউজবিডি ডেস্ক : কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন,
৩১ শে মার্চ পুরো বাংলাদেশের উপর দিয়ে এই মৌসুমের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী, ব্যাপক পরিমাণ শিলাবৃষ্টি, ও বজ্রপাতের অতিক্রম করার সম্ভাবনা প্রায় ১০০%। ফলে এই দিন বজ্রপাতের কারণে অনেক মানুষের মৃত্যুর আশংকা করছি। যদিও বাংলাদেশের গত দশকে টর্নেডোর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেন গেছে তবুও দেশের পশ্চিমাঞ্চলের অনেক জেলায় টর্নেডোর সম্ভাবনা রয়েছে এই দিনে। ঝড় ভারতের পশ্চিমবঙ্গ থেকে খুলনা ও রাজশাহী বিভাগের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা বেশি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, রাজবাড়ি, রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, নাটোর, সিরাজ-গজ, পাবনা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, মুন্সিগন্জ,
৩০ শে মার্চ ও ১ লা এপ্রিল রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী, ব্যাপক পরিমাণ শিলাবৃষ্টি, ও বজ্রপাতের অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এপ্রিলের ১ তারিখে সবচেয়ে বেশি ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে।
বিশেষ দ্রষ্টব্য: গত ১ সপ্তাহ ধরে দেওয়া পূর্বাভাসে উল্লেখিত ৩১মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত আবারও দেশব্যাপী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা এখনও অব্যাহত রয়েছে। তবে এই ১ সপ্তাহের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় দেশের সবচেয়ে বেশি জেলার উপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।