বঙ্গনিউজবিডি ডেস্ক: দীর্ঘ তিন বছর দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার।
সোমবার রাত ৮টা ৪০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান ইসহাক। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার ইসহাক সরকারের জামিনের সংক্রান্ত নিম্ন আদালতের কাগজ কাশিমপুর কারাগারে পৌঁছায়। এরপর সোমবার রাতে মুক্তি পান তিনি। রবিবার তাকে মুক্তি দিতে গণমাধ্যমে বিবৃতি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় সূত্র জানায়, ইসহাক সরকারের বিরুদ্ধে মোট ৩১৩টি মামলা রয়েছে। ২০১৮ সালের রমনা থানার সর্বশেষ মামলায় জামিন পান ইসহাক। ২০১৮ সালের ৮ জুলাই বনানী থেকে ইসহাক সরকারকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।