মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ নরসিংদীর বেলাবতে বিএনপির আলোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৫ ফেব্রুয়ারী)বেলাব উপজেলার সল্লাবাইদ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে করিমপুর গ্রামে অবস্থিদ সুফিয়া হাই চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা ও কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)এর ৩ বারের সাবেক সংসদ সদস্য ও মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।
সল্লাবাইদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জহিরুল হক তানভীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লব।
এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।