রবিবার (১২ নভেম্বর) সকাল ৮ ঘটিকা হতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা বিএনপির পার্টি অফিসে একত্রিত হতে থাকে। এ সময় বিএনপি ও অঙ্গ সগযোগী সংগঠনের নেতাকর্মীগন অফিসের নির্দ্ধারিত জায়গা বাদে রাস্তায় জমা হতে থাকে। সকাল সাড়ে দশ ঘটিকার সময় শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টুর নেতৃত্বে বিশ্বরোডের ধুনট মোড় এলাকার কাছে দিয়ে একটি মিছিল প্রদক্ষিণ করেন। এসময় রাস্তায় কোন বাস দেখা যায়নি, সিএনজি, অটোরিকশা, কিছু পন্য বোঝাই ট্রাক রাস্তায় দেখা গেছে।
এছাড়া হরতালের বিরুদ্ধে একটি শান্তি মিছিল আওয়ামীলীগের নেতৃত্বে শেরপুর বিশ্বরোডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মোমিন ও মোঃ শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনিপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল হাই সিদ্দিকী হেলাল, হাজী ইছাহাক, জিএম মোস্তফা, এস এম আব্দুর রশিদ মুকুল, তবিবর রহমান, যুগ্ন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান নিলু, হাফিজুর রহমান হাফিজ, বদিউজ্জামান বদি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নজরুল ইসলাম জাকি, যুব বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ,প্রবাসী কল্যান সম্পাদক কায়কোবাদ, ত্রান বিষয়ক সম্পাদক আঃ খালেক, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুল বারীক মির্জা, যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, শহর যুবদলের আহবায়ক শাহাবুল করিম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সবাইদুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা আলমগীর, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ মোঃ কাউছার আলী কলিন্স, যুগ্ন আহবায়ক শুয়াইব আহম্মেদ চপল, কৃষকদলের আহবায়ক আবু সাইদ, সদস্য সচিব মোঃ নুরুল ইসলাম নুর, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন আকতার পুটি, সাধারন সম্পাদিকা আফরোজা খাতুন ডিনা, সাংগঠনিক সম্পাদিকা সুরাইয়া লায়লা , পৌর মহিলা দলের সভানেত্রী শাহানাজ পারভীন, সাধারণ সম্পাদিকা শেফালী ঘোষ, সাংগঠনিক সম্পাদিকা সুইটি আকতার মিস্টি, ছাত্রদল নেতা আরমান, স্বাধীন, ফজলে রাব্বী, মারুফ সহ নেতৃবৃন্দ।