বঙ্গনিউজবিডি ডেস্ক : ৪৪তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে ১৫ হাজার ৭০৮ জনকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গত ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় মোট ২ লাখ ৭৬ হাজার ৭৬০ জন প্রার্থী অংশ নেন।
ফলাফল কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd এ পাওয়া যাবে।
এ ছাড়া টেলিটকের মাধ্যমে নিম্নোক্ত পদ্ধতিতে মেসেজ পাঠিয়ে ফলাফল জানা যাবে।
PSC44Registration Number লিখে ১৬২২২ নম্বরে মেসেজ পাঠাতে হবে।
লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।