বঙ্গনিউজবিডি ডেস্ক: পাল্লেকেটে টেস্টে বাংলাদেশের করা ৫৪১ রানের জবাবে ৬৪৮ রানে থেমে শ্রীলঙ্কা। ফলে তৃতীয় ইনিসে ১০৭ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ। এরইমধ্যে দলের দুই টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তকে সাজঘরে ফিরিয়েছেন সুরেঙ্গা লাকমাল।
এ প্রতিবেদন লিখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩১ রান। উইকেটে আছেন তামিম ইকবাল ও অধিনায়ক মুমিনুল হক।
টেস্টের পঞ্চম দিন রবিবার মধ্যাহ্নবিরতির পর ৮ উইকেটে ৬৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় লঙ্কানরা। স্বাগতিকদের লক্ষ্য দ্রুত বাংলাদেশকে অলআউট করা। অন্যদিকে বাংলাদেশের লক্ষ্য ড্রয়ের আশায় উইকেটে টিকে থাকা।
এদিকে গতকাল ম্যাচের চতুর্থ দিন ধনঞ্জয়া ডি সিলভা ও দিমুথ ডি করুনারত্নের অবিচ্ছিন্ন জুটি বাংলাদেশকে দিনভর খাটিয়ে মারে। পঞ্চম দিন সকালে এই দুই লঙ্কান ব্যাটসম্যানের ৩৪৫ রানের ম্যারাথন জুটি ভাঙেন তাসকিন আহমেদ। পর পর দুই ওভারে দুই সেট ব্যাটসম্যানকে গতির বৈচিত্র্যে বোকা বানান। সঙ্গে এবাদত হোসেন ও তাইজুল ইসলামও উইকেট পান। যদিও তার আগেই টেস্টে ক্যারিয়ার সেরা ২৪৪ রানের ইনিংসটা খেলে ফেলেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। ১৬৬ রান করে আউট হন ডি সিলভা। শেষ দিকে নিরোসান ডিকওয়েলা ও হাসারাঙ্গার ঝড়ো ব্যাটিংয়ে দ্রুত ৬০০ ছাড়িয়ে থামে শ্রীলঙ্কা।
এর আগে দুই সেঞ্চুরি ও তিন হাফসেঞ্চুরিতে ৭ উইকেটে ৫৪১ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ১৬৩, মুমিনুল হক ১২৭, তামিম ৯০, মুশফিক ৬৮* ও লিটন দাস ৫০ রান করেন।