জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা : রাজবাড়ীর গোয়ালন্দ থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ রাহিমা আক্তার (২৯) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাতে গোয়ালন্দ পৌরসভার উজানচর দেওয়ানপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই মহল্লার মো. ওবায়দুর সরদারের স্ত্রী।
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল মিয়া জানিয়েছেন, স্থানীয় পৌরসভার দেওয়ানপাড়া মহল্লার গৃহবধূ রাহিমা আক্তার একজন পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন যাবত তিনি তার নিজ বাড়ির রান্নাঘরের ভেতরে গোপনে বিভিন্ন মাদকদ্রব্য মজুদ রেখে এলাকার মাদকসেবীদের কাছে নিয়মিত বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ির রান্না ঘরের ভেতর থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার ও গৃহবধূ রাহিমাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।