শনিবার বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন। এ ঘটোনায় সুরমা বেগম সুমি (৩৫), তানজিল হোসেন (২২) এবং এমরান হোসেন (২১) নামে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, স্বামী অসুস্থ থাকায় কাজের খোঁজে গত ৭ জুলাই চট্টগ্রাম শহরে এসে এ চক্রের খপ্পরে পড়েন ওই গৃহবধূ। চাকরি দেয়ার আশ্বাসে তাকে সোহাগ কলোনিতে নিয়ে একটি বাসায় নিয়ে জিম্মি করে রাখা হয়।
এছাড়া গত ২২ জুলাই একইভাবে কাজের কথা বলে আরও এক কিশোরীকে নিয়ে যায় এ চক্র। পরে তাদের অসামাজিক কাজে লিপ্ত হতে বাধ্য করা হয়। এতে রাজি না হলে মারধরও করা হতো।
বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান জানান, শুক্রবার দিবাগত রাতে ৯৯৯ এ ফোন পেয়ে বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদের সোহাগ কলোনিতে অভিযান চালানো হয়। এ সময় জিম্মি থাকা দুই নারীকে উদ্ধার ও তিন জনেকে গ্রেপ্তার করা হয়।