1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সংবর্ধনা দিয়েছেন জেলা বিএনপি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে – আমিনুল হক বান্দরবানে ১৩টি জনগোষ্ঠীকে নিয়ে বিএনপির বিশাল সমাবেশে জনস্রোত বাংলাদেশি হিসেবে নিজেকে পরিচয় দিতে আমি গর্ববোধ করি– পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বিএনপি এমন একটা ভালো নির্বাচন চায়, যা গত ১৭ বছর হয়নি – ঠাকুরগাঁওয়ে শামসুজ্জামান দুদু বান্দরবান লামা উপজেলায় মডেল মসজিদের শুভ উদ্বোধন বীরগঞ্জে স্বচ্ছ নিয়োগ এর মিথ্যা ভিত্তিহীন অভিযোগ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আগামী মঙ্গলবারই সরকারে শেষ দিন নাহিদের ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন, ফিলিস্তিনিদের মুক্তি আটকে দিলেন নেতানিয়াহু মৌলিক চাহিদার অন্যতম আবাসন খাতে স্থবিরতা চরমে

৯ দফার লেখক নিয়ে বিভ্রান্তি, যা বললেন সমন্বয়করা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সম্প্রতি প্রকাশ্যে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা শিবিরের সভাপতি। প্রকাশ্যে রাজনীতিতে শিবিরের আসার পর থেকেই নানান মহলে কোটাবিরোধী আন্দোলন তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে চলছে গুঞ্জন। নয় দফা, সমন্বয়কদের নিরাপদ আশ্রয় কিংবা একদফা। সবকিছু নিয়েই বিভিন্ন দাবি উঠছে ছাত্র সংগঠনগুলো থেকে।

ছাত্রদল বলছে, আন্দোলনে তাদের শহীদের সংখ্যা শতাধিক। নয় দফাকে একদফায় নিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল তাদের। অন্যদিকে শিবিরের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো দাবি না করা হলেও তাদের কর্মীরা শিবির সভাপতিকে নয় দফার লেখক হিসেবে প্রচার করতে দেখা গেছে।

তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, ৯ দফার লেখক আসলে কে? নয় দফা নিয়ে জানতে চাইলে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, যখন নয় দফা ঘোষণা হয় তখন ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ ছিল। আমি নিজেও গোয়েন্দা সংস্থার কাছে আটক ছিলাম। এ কারণে পুরো বিষয়টা নিয়ে আমিও সম্পূর্ণভাবে ক্লিয়ার না। তবে যতটুকু শুনেছি, জেনেছি, সেটা হলো- নয় দফা মোবাইলে এসএমএসের মাধ্যমে আব্দুল কাদেরই সব জায়গায় পাঠিয়েছেন।

হাসনাত বলেন, নয় দফার কারিগর কে বা কে লিখেছে সেটা আব্দুল কাদেরই একমাত্র বলতে পারবে। তবে আমি মনে করি না, অন্য কেউ লিখলেও আব্দুল কাদেরের অবদান তাতে গৌণ হয়ে যায়। আমরা নয় দফার প্রবর্তক হিসেবে আব্দুল কাদেরকেই জানি।

৬ জন গুরুত্বপূর্ণ সমন্বয়ক যখন ডিবির হেফাজতে, তখন হাতেগোনা তিন-চারজন সমন্বয়ক কর্মসূচি ঘোষণা, দিকনির্দেশনা প্রদানসহ সমগ্র আন্দোলন পরিচালনা করেছিলেন। তাদের অন্যতম হলেন আব্দুল হান্নান মাসউদ।

তিনি নয় দফার ব্যাপারে বলেন, বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, যে ৯ দফার ঘোষণা দিয়েছে, সেই ৯ দফার ঘোষক। এর বাইরে ৯ দফার আর কোনো মাস্টারমাইন্ড নাই। এই আন্দোলন ব্যর্থ হলে সেই ঘোষকই ফাঁসির দড়িতে ঝুলতো। আজ যারা ক্রেডিট দাবি করছে, তারা সেদিন কোথায় ছিল? এমনকি সমন্বয়ক লিস্টেও তাদের কারো নাম নাই।

মাসুদ আরও বলেন, ৯ দফার আইডিয়াগুলো আলাদা আলাদাভাবে অনেকের মাথায় এসেছিল। সেসবের যথেষ্ট প্রমাণ আছে। কিন্তু সামনে এসে যে জাতির নেতৃত্ব কাঁধে তুলে নিয়েছিল, সেই লিডার। ৯ দফার লিডার আব্দুল কাদের, অন্য কেউ নয়।

সেই সময়ের আরেক আন্দোলন পরিচালনাকারী সমন্বয়ক মাহিন সরকার। তিনি বলেন, ৯ দফা লিখেছে আব্দুল কাদের। আব্দুল কাদেরই এটা লিখেছে এবং সাংবাদিকসহ বিভিন্ন জায়গায় ক্ষুদেবার্তার মাধ্যমে পাঠিয়েছে। এখন যদি কোনো সংগঠন এসে দাবি করে এটা তারা লিখেছে, সেটা হবে মিথ্যা দাবি।

তিনি বলেন, আন্দোলনের সব রাজনৈতিক দলেরই একটা স্টেক ছিল। সবাই সমানভাবে লড়াই করেছে এটা সত্য কথা। কিন্তু এককভাবে কেউ এসে দাবি করলেই সেটা তার হয়ে যাবে না। ৯ দফা আব্দুল কাদেরই লিখেছে এবং সেই সবার কাছে পৌঁছিয়েছে।

ছাত্র সংগঠনগুলোর আন্দোলনে ক্রেডিট নেওয়ার বিষয়ে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন, আন্দোলনের স্ট্র্যাটেজির কারণে শুরুর দিকে আমরা সিনিয়র নেতৃত্ব সামনে যাইনি। জুনিয়র কর্মীরা সামনে থেকেছে। মিরপুরের মেট্রোরেল স্টেশন পোড়ানোর মামলায় আমি ও আমার সাধারন সম্পাদককে মূল পরিকল্পনাকারী ও অর্থের যোগানদাতা হিসেবে মামলা দিয়েছে। আন্দোলনের মাঝামাঝি আমরা সরাসরি যুক্ত হয়েছি। আমি নিজেই ছররা গুলিতে বিদ্ধ হয়েছি। কিন্তু আমি মনে করি, এটা সবার আন্দোলন। তাই এককভাবে কারও ক্রেডিট নেওয়ার কিছু নেই।

৯ দফার ব্যাপারে সদ্য প্রকাশ্যে আসা শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আবু সাদিক মোহাম্মদ কাইয়ুম (সাদিক কায়েম) এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, আমরা সাংগঠনিকভাবে খুব দ্রুতই এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করবো। তবে যাকে কেন্দ্র করে এত আলোচনা, সেই আব্দুল কাদের সব নিয়ে জানিয়েছেন বিস্তারিত। রোববার রাতে ফেসবুকে ৯ দফা ও আন্দোলনের সেই সময়ের বিষয়গুলো পরিষ্কার করেছেন তিনি।

তিনি লিখেছেন, শিবিরের (ঢাবি শাখা) সেক্রেটারি আমাকে আবারও ফোন দিলো। বলতেছে, ‘কিছু দাবি দাওয়া খসড়া আকারে করছি, তোমার সঙ্গে আলোচনা করি।’ আমাদেরও যেহেতু আগেই আলোচনা হয়েছিল অনেকগুলো দাবির ব্যাপারে সেগুলো তখন উনার সঙ্গে আলোচনা করে সমন্বিতভাবে তৈরি হয় ৯ দফা। তিনি একে একে কিছু দাবি বললেন। যেগুলা খুব কমন দাবি দাওয়া। যেমন: স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, ছাত্র হত্যার সঙ্গে জড়িত পুলিশ প্রশাসনকে বরখাস্ত, সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা, ভিসির পদত্যাগ। যেগুলো ৬ জন শহীদ হওয়ার পরে মঙ্গলবার রাতের বৈঠকের আলোচনাতেই আমরা ভেবেছিলাম। এছাড়া মানুষজনও সোশ্যাল মিডিয়ায় এমন কিছু দাবিদাওয়া জানিয়ে আসছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com