বঙ্গনিউজবিডি ডেস্ক : চলমান বিশ্বকাপে দারুণ ছন্দে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। গ্রুপ পর্বের নয় ম্যাচের নয়টিতেই জয় পায় স্বাগতিকরা। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালেও ভারতের ব্যাটাররা দেখিয়েছে নিজেদের যোগ্যতা। মুম্বাইয়ে নিউজিল্যান্ডের বোলারদের কচুকাটা করে রান-উৎসব করেছেন বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, শুভমান গিলরা! তাদের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়েছে ভারত। যা বিশ্বকাপের নকআউট পর্বে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড।
বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালে ওঠার ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৯৭ রান করেছে ভারত। সর্বোচ্চ ১১৭ রান এসেছে বিরাট কোহলির ব্যাট থেকে। তাছাড়া সেঞ্চুরি পেয়েছেন শ্রেয়াস আইয়ারও।