*২৪ ডিসেম্বর ২০২৩ তারিখ (রবিবার), সকাল ১১:০০ঘটিকায় বিজিএমইএ কমপ্লেক্সের ২য় তলায় “* Opportunities prospects in SEIP & probable career build up in RMG sector” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। বিজিএমইএ সভাপতি জনাব ফারুক হাসান এর সভপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে Skills for Employment Investment Program (SEIP) এর এডিশনাল সেক্রেটারি এ্যান্ড এক্সিকিউটিভ প্রজেক্ট ডাইরেক্টর (Environmental ProductDeclarations, EPD) এর ফাতেমা রহিম ভিনা, বিশেষ অতিথি হিসেবে বিজিএমইএ’র সহ—সভাপতি (অর্থ) ও বিজিএমইএ—এসইআইপি (SEIP) প্রজেক্ট এর অলটারনেটিভ চেয়ারপার্সন খন্দকার রফিকুল ইসলাম এবং এসইআইপি (SEIP) এর যুগ্ম সচিব, ডেপুটি এক্সিকিউটিভ প্রজেক্ট ডাইরেক্টর মোঃ সারোয়ার জাহান ভূঁইয়া উপস্থিত থাকবেন। পূর্বের মতো এদিনও ২:৩০—০৬:০০ ঘটিকা পর্যন্ত চলবে ক্যারিয়ার সেশন ও অনুপ্রেরনামূলক বক্তব্য প্রদান অনুষ্ঠান।