বঙ্গনিউজবিডি ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৪৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, সোমবার করোনায় মারা গিয়েছিলেন ৭ জন, শনাক্ত হয়েছিল ২৩০।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে ২ হাজার ২৫০ জনের নমুনা পরীক্ষা করে ৪৩৮ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ২৭৯ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৯ দশমিক ৪৬ শতাংশ।
উপজেলাগুলো মধ্যে- লোহাগড়া ১, সাতকানিয়ায় ৩, বাঁশখালী ১১, আনোয়ারায় ১৫, চন্দনাইশের ৪, পটিয়ায় ৫, বোয়ালখালীতে ২১, রাউজানে ৪৯, ফটিকছড়িতে ৩, হাটহাজারীতে ৬, সীতাকুণ্ডে ৩১ ও মিরসরাইয়ে ২ জন আক্রান্ত হয়েছেন।
চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৫১৬ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৭০ হাজার ৫৪ জন। বাকি ২৫ হাজার ৪৬২ জন বিভিন্ন উপজেলার।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৪ জন নগরের বাসিন্দা, বাকি ৭ জন বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৫৩ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৪৮৬ জন।